জাতীয় সংবাদ

চিন্ময়ের গ্রেপ্তারে হাসিনা কুমিরের কান্না কাঁদছেন : রিজভী

প্রবাহ রিপোর্টঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় শেখ হাসিনা এখন কুমিরের কান্না কাঁদছেন। অন্যদিকে চিন্ময় গ্রেপ্তার হয়েছে বলে আজকে ভারতের পররাষ্ট্র দপ্তর বার বার বিবৃতি দিচ্ছে।অথচ যেদিন ছাত্রলীগ বিশ্বজিৎকে হত্যা করলো সেদিন ভারতের পররাষ্ট্র দপ্তর তো কোনো বিবৃতি দেয়নি? যেদিন ভারতের বাধ খুলে বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হয়েছিলো সেদিন তাদের পররাষ্ট্র দপ্তর তো কোন বিবৃতি দেয়নি?বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মহানায়ক জিয়াউর রহমানের’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে বিশ্ববিদ্যালয়টির শহীদ বৃদ্ধিজীবী স্মৃতি স্তম্ভের বেদিতে এই অনুষ্ঠান আয়োজিত হয়। প্রধান অতিথি হিসেবে আজ অংশ নেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ বুদ্ধিজীবী চত্বরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কারও বিতরণ করা হয়।এ সময় রুহুল কবির রিজভী বলেন, দেশের প্রচলিত আইনেই চিন্ময় গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় ভারতের পররাষ্ট্র দপ্তর বিবৃতি দিলেও ছাত্রলীগের হামলায় বিশ্বজিৎ হত্যার সময় চুপ ছিল। তাই বিষয়টি ভেবে দেখতে হবে তারা কী চায়।তিনি বলেন, ৭ নভেম্বর হচ্ছে সেই দিন, যেদিন আমরা পূর্ণ স্বাধীনতা পেয়েছি। ৭ নভেম্বরের বিপ্লবের ওপর ভিত্তি করেই ৫ আস্টের গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ।রিজভী বলেন, আমরা পি-ি থেকে মুক্ত হয়েছিলাম দিল্লির দাসত্ব করার জন্য নয়। বাংলাদেশের মানুষ দিল্লির কাছে মাথানত করবে, এদেশের মানুষ তেমন নয়। বিভিন্ন ইস্যু দিয়ে আবু সাঈদ, মুগ্ধের হত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা করছে ভারত। ১৮ কোটি মানুষের দেশকে ষড়যন্ত্র করে কিছু করতে পারবেন না। দেশকে বাঁচাতে কীভাবে জীবন উৎসর্গ করতে হয় তা এদেশের মানুষ জানে। জুলাই-আগস্ট বিপ্লবে তা প্রমাণ করেছে তারা। ৫ আগস্ট দুনিয়া কাঁপানো বিপ্লব হয়েছে।অনুষ্ঠানে রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম রফিকুল ইসলাম।এছাড়া অনুষ্ঠানে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী, ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষকবৃন্দ, রাবি ছাত্রদল এবং জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button