জাতীয় সংবাদ

সাবেক এমপি সাফিয়া খাতুন গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট : সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুনকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের এক হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে ঢাকার বালুরঘাট এলাকা থেকে পল্লবী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান। নবম সংসদে কক্সবাজারের চকরিয়া–পেকুয়া উপজেলা মিলে গঠিত সংরক্ষিত মহিলা আসন-৩৩ এর সংসদ সদস্য ছিলেন সাফিয়া খাতুন। মহিলা আওয়ামী লীগের সাবেক এই সভাপতির বয়স ৭০ বছর। পল্লবী থানা পুলিশ জানায়, গত ১৯ জুলাই পল্লবী থানার মিরপুর-১০ সেকশনে আবুল তালেব স্কুলের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাস্তা পার হতে গিয়ে গুলিতে আহত হন আকরাম খান রাব্বী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় রাব্বীর বাবা ফারুক খানের অভিযোগের ভিত্তিতে ২৫ আগস্ট পল্লবী থানায় একটি হত্যা মামলা হয়। সেই মামলাতেই সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা তালেবুব রহমান জানান। এর আগে পল্লবী থানা শ্রমিক লীগের সভাপতি বাবুল হোসেন, আওয়ামী লীগ কর্মী শাহিদ, ফারুক ও জলিল বেপারীকে এ হত্যা মামলায় গ্রেপ্তার করে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button