জাতীয় সংবাদ

দেশের সীমান্তে ড্রোন মোতায়েনের খবর ভুয়া: প্রেস উইং ফ্যাক্টস

প্রবাহ রিপোর্ট : ভারতীয় সাপ্তাহিক ইন্ডিয়া টুডের প্রতিবেদনে ভারত সীমান্তে বাংলাদেশের পক্ষ থেকে ড্রোন মোতায়েনের যে দাবি করা হয়েছে— সেটাকে ‘ভুয়া খবর’ বলে জানিয়েছে বাংলাদেশের চিফ অ্যাডভাইজার (সিএ) প্রেস উইং ফ্যাক্টস। গতকাল শনিবার প্রেস উইং ফ্যাক্টস’র ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে একথা জানানো হয়। এতে বলা হয়েছে, এটি মিথ্যা ও বানোয়াট খবর। সেখানে আরও উল্লেখ করা হয়, এই প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, নিয়মিত কার্যক্রম ছাড়া দেশের কোনও বর্ডার অঞ্চলে ড্রোন মোতায়েন করা হয়নি। প্রেস উইং ফ্যাক্টস বলছে, এই খবরটি বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা প্রচারণার একটি অংশ। এর আগে ইন্ডিয়া টুডের প্রতিবেদনের একটি স্ক্রিনশটও পোস্ট করা হয়, যার শিরোনাম ‘বাংলাদেশ কি বায়রাক্টার টিবি-২ ড্রোন মোতায়েন করেছে এবং ভারত কি প্রস্তুত?’ প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারত সীমান্তে বায়রাক্টার টিবি-২ ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। এটি চালকবিহীন একটি মাঝারি উচ্চতার বিমান যা গোয়েন্দা নজরদারির জন্য ব্যবহার করা হয়ে থাকে। ভারতের প্রতিবেদনের ওপর ভিত্তি করে একই খবর দেশের বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button