জাতীয় সংবাদ

রাশিয়ার অনীহায় আসাদ সরকারের পতন

# রাশিয়ার সমর্থন হারানোর পরেই আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন : ট্রাম্প #

প্রবাহ রিপোর্ট ঃ সিরিয়া পরিস্থিতি নিয়ে মাথা ঘামাতে চাচ্ছেন না যুক্তরাষ্ট্রের সবেনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ায় যখন বিদ্রোহীদের অভিযান তুঙ্গে তখন গত শুক্রবার এমন মন্তব্য করেছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘সিরিয়া একটি বিশৃঙ্খল রাষ্ট্র। দেশটি আমাদের বন্ধু নয়। সিরিয়ার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু করার নেই। এটা আমাদের লড়াই নয়। যা ঘটছে, ঘটুক। এর মধ্যে জড়ানোর দরকার নেই।’ এএফপি।
এরইমধ্যে সিরিয়ার ‘স্বৈরশাসক’ প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। দেশটির দু’জন সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, প্রেসিডেন্ট আসাদ অজানা গন্তব্যের উদ্দেশে রাজধানী দামেস্ক ছেড়েছেন। হায়াত তাহরির আল শাম (এইচটিএস) নামের ইসলামিক সশস্ত্র গোষ্ঠীর নেতৃত্বে মাত্র ১২ দিনের মধ্যে পতন ঘটেছে সিরিয়ার আসাদ পরিবারের ৫৪ বছরের শাসনামলের। এরপর এ বিষয়ে আরও একটি মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। রোববার সিরিয়ায় আসাদ শাসনের পতনের পর নতুন একটি পোস্টে ট্রাম্প বলেছেন, রাশিয়ার সমর্থন হারানোর পরেই আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আসাদ পালিয়েছে। তার রক্ষক ছিল। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে আর রক্ষা করতে আগ্রহী ছিলেন না।’ তিনি আরও বলেন, ‘রাশিয়া ইউক্রেনের কারণে সিরিয়ার প্রতি সমগ্র আগ্রহ হারিয়েছে। সেখানে (বছর বছরের সিরিয়া যুদ্ধে) ৬০০,০০০ রুশ সেনা হতাহত হয়েছে। এমন যুদ্ধ কখন শুরু করা উচিত ছিল না যা দীর্ঘকাল চলতে থাকে।’ এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আসাদ সিরিয়া ছেড়ে পালালেও তিনি ঠিক কোথায় এখন অবস্থান করছেন- সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button