জাতীয় সংবাদ

বাংলাদেশ নয় ভারতের বন্ধুত্ব হাসিনার সঙ্গে : রিজভী

প্রবাহ রিপোর্ট ঃ বাংলাদেশের নয়, ভারতের বন্ধুত্ব হাসিনার সঙ্গে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল মঙ্গলবার রাজশাহী নগরীর ভুবন মোহন পর্কে ‘দেশীয় পণ্য কিনে হন ধন্য’ শিরোনামে দেশীয় পণ্য কম দামে বিক্রয়ের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা নিজের পায়ে দাঁড়াবো। আমরা ভারতীয় শাল নিবো না। এই দেখেন বাংলাদেশের খদ্দর শাল। শীত যাচ্ছে না? রাজশাহীতে শীততো বেশি। তারপরও পরে এসেছি। এই পরেই আমরা জীবনযাপন করছি। আগেও করেছি। ছোটবেলা থেকেই পরছি। এখন গ্লোবালাইজেশন হয়েছে, ভারতীয় পণ্য আসছে। তারা (ভারত) তাদের পণ্য নিয়ে গর্ব করে। আমরা আমাদের পণ্য নিয়ে গর্ব করবো না? আমাদের রাজশাহী সিল্ক, টাঙ্গাইলের শাড়ি, কুমারখালীর লুঞ্জি-গামছা, পাবনা-সিরাজগঞ্জের তাঁতের শাড়ি সব আছে। আমরা ভারতীয় পণ্য এজন্য বর্জন করছি, কারণ তারা এই দেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করেনি। তাদের বন্ধুত্ব শুধু শেখ হাসিনার সঙ্গে। রিজভী বলেন, ভারত সব সময় মনে করে বাংলাদেশ তাদের তাবেদার হয়ে থাকবে। এই করণেই তারা শেখ হাসিনাকে অত্যন্ত প্রিয়পাত্র মনে করে। শেখ হাসিনা এখন যেহেতু পালিয়ে গেছে এই কষ্টে ভারতের শাষকগোষ্ঠী সবাই মন খারাপ করে বসে আছে। এজন্যই অপতথ্য-অপপ্রচার তারা চালাচ্ছে। এটি করে কোনো লাভ হবে না। রাজশাহী নগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহ খালিদ হাসান চৌধুরী পাইন, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় নগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ মামুনের সঞ্চালনায় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button