জাতীয় সংবাদ

ডিসেম্বরেই পাওয়া যাবে বিশ্বব্যাংক-এডিবির বাজেট সহায়তা

প্রবাহ রিপোর্ট : বর্তমান সরকারকে বাজেট সহায়তা দেবে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক। এ দুটি সংস্থার দেওয়া বাজেট সহায়তার পরিমাণ ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বিশ্বব্যাংক ৫০০ মিলিয়ন মার্কিন ডলার এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দেবে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার। চলতি ডিসেম্বরেই এই সহায়তা পাওয়া যাবে। গতকাল রোববার অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, অন্তর্র্বতী সরকারের সংস্কার ও উন্নয়ন কার্যক্রমকে বেগবান করতে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দু’টি বাজেট সহায়তা অনুমোদন করেছে। মোট ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের এ বাজেট সহায়তা চলতি ডিসেম্বর মাসের মধ্যেই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। বাজেট সহায়তার পাশাপাশি বিশ্বব্যাংক স্বাস্থ্য ও পুষ্টি খাতে ৩৭৯ মিলিয়ন এবং চট্টগ্রামে পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে ২৮০ মিলিয়ন মার্কিন ডলার প্রকল্প সহায়তাও অনুমোদন করেছে। উল্লেখ্য, বিশ্বব্যাংক গত ১৯ ডিসেম্বর বাংলাদেশের অনুকূলে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তার অনুমোদন দিয়েছে। সবুজ ও জলবায়ু-সহনশীল উন্নয়নে সংস্কার কার্যক্রমগুলো সফলভাবে অর্জন করায় ‘সেকেন্ড বাংলাদেশ গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ক্রেডিট’ এর আওতায় বিশ্বব্যাংক এ বাজেট সহায়তা দেয়। এ ছাড়াও এর একদিন আগে গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে ‘স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রাম, সাব-প্রোগ্রাম ১’ শীর্ষক কর্মসূচির জন্য ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণচুক্তি সই হয়। অর্থ-বিভাগ এ কর্মসূচিটি প্রণয়ন করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button