জাতীয় সংবাদ

নৌযান শ্রমিকদের ধর্মঘট স্থগিত ঃ সচল হলো বন্দর

প্রবাহ রিপোর্টঃ চাঁদপুরে এমভি আল-বাখেরা জাহাজের সাত শ্রমিক হত্যার বিচার, প্রকৃত ঘটনা উদ্ঘাটন, নৌপথে নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে নৌশ্রমিকদের ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার রাতে ধর্মঘট স্থগিত করার কথা জানান বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি মো. শাহ আলম। এর আগে সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নৌপরিবহন অধিদপ্তরে নৌযান শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম। বৈঠক শেষে রাত নয়টার দিকে ফেডারেশন সভাপতি শাহ আলম ধর্মঘট স্থগিতের কথা জানান। তিনি বলেন, বৈঠকে দাবি পূরণ করার আশ্বাস দেওয়া হলে তাঁরা কর্মবিরতি স্থগিত করেন। গত সোমবার চাঁদপুরের মাঝেরচরে মেঘনা নদীতে নোঙর করে রাখা জাহাজ এমভি আল–বাখেরা থেকে পাঁচ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। রক্তাক্ত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। এর প্রতিবাদে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিট থেকে অর্নিদিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন নদীপথে পণ্য পরিবহনে নিয়োজিত জাহাজের শ্রমিকেরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button