জাতীয় সংবাদ

সাদপন্থিদের বিচারের দাবিতে ১০ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ

প্রবাহ রিপোর্ট : তাবলিগের সাদপন্থিদের বিচারের দাবিতে আগামী ১০ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি এবং ২৫ জানুয়ারি দেশের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলন করার ঘোষণা দিয়েছে শুরায়ে নেজামরা (জুবায়েরপন্থি)। গতকাল শনিবার রাজধানীর কাকরাইল মারকাজ মসজিদে ‘ওলামা-মাশায়েখ বাংলাদেশ এবং দাওয়াত ও তাবলিগের সাথীবৃন্দ’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শুরায়ে নেজামের পক্ষে মাওলানা নাজমুল হাসান এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে নাজমুল হাসান বলেন, যদি সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ ও আশানুরূপ অগ্রগতি লক্ষ্য করা না যায়, তাহলে পরবর্তী সিদ্ধান্ত ওলামা সম্মেলন থেকেই আলেমরা ঘোষণা করবেন। তিনি বলেন, দেশের আলেম সমাজ ও দায়িত্বশীলরা সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি দেখে যারপরনাই হতাশ হয়েছেন। হত্যাকা-ে নেতৃত্বকারীদের মধ্যে প্রথম সারির অপরাধীরা নির্বিঘেœ ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। তাবলিগের এই মুখপাত্র বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের প্রত্যক্ষ মদদে ২০১৮ সালের ডিসেম্বরে একবার এমনই অতর্কিত হামলা চালিয়ে সাদপন্থিরা ইজতেমার মাঠে হত্যাকা-সহ প্রায় ৫ হাজার সাথীকে আহত করেছিল। কিন্তু সেই সরকারের প্রশ্রয়ে এত বড় অপরাধ করেও তারা নির্বিঘেœ ছাড় পেয়ে যায়। আমরা মনে করি, যদি ২০১৮ সালে তাদের সেই হত্যা ও হামলার বিচার হতো, তাহলে ২০২৪ এর ডিসেম্বরে এই ন্যাক্কারজনক হত্যাকা- ঘটতো না। এবারও যদি তারা ছাড় পেয়ে যায়, তাহলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার জন্ম দিতে পারে। সাদপন্থিদের সঙ্গে আন্তর্জাতিক ও অভ্যন্তরী অপশক্তির যোগসাজশ রয়েছে অভিযোগ করে মাওলানা নাজমুল বলেন, সাদপন্থিদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ না নেওয়া হলে শুধু তাবলিগের কাজই নয়, বাংলাদেশ বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। সরকারের কাছে ১৭ ডিসেম্বরে হত্যাকা-ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে আরও ছিলেন শুরায়ে নেজামের অন্যান্য আলেম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button