জাতীয় সংবাদ
সড়কে পড়ে ছিল ব্যবসায়ীর রক্তাক্ত লাশ

প্রবাহ রিপোর্ট ঃ সিলেটের জৈন্তাপুর উপজেলায় এক ব্যক্তির রক্ত মাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে উপজেলার ২ নম্বর লক্ষ্মীপুর এলাকার সিলেট-তামাবিল মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে তামাবিল হাইওয়ে থানার ওসি মোঃ হাবিবুর রহমান। নিহত ৩৫ বছর বয়সী সালাউদ্দিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের খালেক মিয়ার ছেলে। জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলাবাজার এলাকায় মসজিদ মার্কেটে সাত বছর ধরে একটি সেলুনের দোকান চালিয়ে আসছিলেন তিনি। ওসি হাবিবুর রহমান বলেন, সালাউদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।