জাতীয় সংবাদ
প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় শরীয়তপুরে ২ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট ঃ শরীয়তপুরের ভেদরগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অপরাধে রিয়াদ ওরফে রাব্বি পাইক ও নাদিম খান নামে দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে উপজেলার চরভাগা ইউনিয়নের মালত কান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাব্বি ও নাদিম ওই এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, উপজেলার চরভাগা ইউনিয়নের মালত কান্দি এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হচ্ছিল। এমন সংবাদ পেয়ে গত রোববার দিবাগত রাতে ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে রিয়াদ ওরফে রাব্বি পাইক ও নাদিম খান নামের দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়। সখিপুর থানার ওসি ওবায়দুল হক বলেন, কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার সময় দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।