বিদেশে পালাতে গিয়ে সাবেক ভূমি মন্ত্রীর সহযোগী গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট : গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে থেকে বিদেশে পালিয়ে যাওয়ার সময় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ব্যবসায়িক অংশীদার সাইফুল ইসলাম সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে ইমিগ্রেশন পুলিশ। সাইফুল ইসলাম সুমন পটিয়া উপজেলার বাসিন্দা। তিনি পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইদ্রিস মিয়ার ভাইপো। ইদ্রিস মিয়া এবার দক্ষিণ জেলা বিএনপির সভাপতি পদ পেতে তদবির চালাচ্ছেন। সাইফুল ইসলাম সুমনের বিরুদ্ধে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের শ্বশুর সেলিম চৌধুরীর সঙ্গে মিলে নগরের সদরঘাট থানার মাঝির ঘাটের আসাম বেঙ্গল ঘাট দখল করে রাখার অভিযোগ রয়েছে। যার মূল মালিক জিসিএল। বিমানবন্দর থানার ওসি তাসলিমা আকতার বলেন, গত রোববার রাতে বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ সাইফুল ইসলাম সুমনকে আটক করে। পরে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। পাঁচলাইশ থানার ওসি মো. সোলাইমান বলেন, সাইফুল ইসলাম সুমনের নামে পাচঁলাইশ থানায় মামলা রয়েছে। এছাড়াও নগরের চান্দগাঁও ও হাটহাজারী থানায় হত্যা মামলা রয়েছে। পাঁচলাইশ থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে আদালতে।