জাতীয় সংবাদ
ডিসির হোয়াটসঅ্যাপ থেকে চাওয়া হলো টাকা : সতর্ক থাকার আহ্বান

প্রবাহ রিপোর্ট : হ্যাক হয়েছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক (ডিসি) জহিরুল ইসলামের অফিসিয়াল মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। বিষয়টির সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টা ৫৮ মিনিটে ডিসির হোয়াটসঅ্যাপ নম্বর থেকে নাম প্রকাশ না করা এক ব্যক্তির হোয়াটসঅ্যাপে ম্যাসেজ যায়। তাতে ‘আর্জেন্ট ১৫ হাজার টাকা লাগবে, এখন এই নম্বরে পাঠায় দিয়ে ০১৬২৩৬৯২৬৯১=১৫,০০০ বিকাশ পার্সোনাল’। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আরও বলেন, ব্যবস্থা নেওয়া হচ্ছে। দ্রুত ঠিক হয়ে যাবে। কেউ যেন ভুল করে কোনা প্রতারকের খপ্পরে না পড়েন। কেউ যেন উল্লিখিত নম্বরে কোনো টাকা না পাঠায়। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।