জাতীয় সংবাদ

মালয়েশিয়ার সবজি বাগান থেকে ৪২ বাংলাদেশি অভিবাসী আটক

প্রবাহ রিপোর্ট : মালয়েশিয়ায় সবজি বাগানে অভিযান চালিয়ে ৪২ বাংলাদেশিসহ ৬৫ অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। স্থানীয়দের অভিযোগে ৯ জানুয়ারি স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় সেলাঙ্গর রাজ্যের ওই এলাকায় অবৈধ অভিবাসীদের দ্বারা চাষ করা একটি সবজি বাগানে অভিযান চালানো হয়। ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেন, বাগানটি বাংলাদেশ ও পাকিস্তানের অভিবাসীদের দ্বারা পরিচালিত হতো। যারা নির্মাণ খাতের মেয়াদোত্তীর্ণ অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস (পিএলকেএস) এর আড়ালে লুকিয়ে কাজ করে আসছিল। অভিযানে, ৪২ জন বাংলাদেশি, ১৩ জন মিয়ানমারের পুরুষ এবং একজন মিয়ানমারের নারী, চারজন ইন্দোনেশিয়ান পুরুষ এবং দুজন ইন্দোনেশিয়ান নারী, দুজন পাকিস্তানি পুরুষ এবং একজন ভারতীয় পুরুষসহ ৬৫ জন অভিবাসীকে আটক করা হয়। আটকদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। পরবর্তী ব্যবস্থা গ্রহণে বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে আটকদের রাখা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button