জাতীয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে বিএসএফ’র গুলি

প্রবাহ রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তের বাগিচাপাড়া এলাকায় চোরাকারবারিদের লক্ষ্য করে বিএসএফ’র গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। গুলি ছোড়ার ঘটনায় এক চোরাকারবারি আহত হয়েছেন। তিনি শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে আজমতপুর সীমান্তের আন্তর্জাতিক ১৮২ মেইন পিলার হতে ১৩০ গজ দুরে ভারতীয় ভূখ-ে গুলির ঘটনা ঘটে। এ সময় শহিদুল ইসলাম নামে এক চোরাকারবারির বুকে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ সময় ঘটনাস্থল থেকে ২৫ বোতল ফেনসিডিল, একটি ধারালো হাসুয়া এবং একটি টর্চ লাইট জব্দ করা হয়েছে। এছাড়া আমরা তিন রাউন্ড গুলির শব্দ শুনেছি। অপরদিকে ৮ নং শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম জানান, গভীর রাতে আট থেকে নয় রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে। সাধারণত উভয় দেশে চোরাকারবারিরা যখন চোরাই পণ্য পাচারের চেষ্টা করে তখন বিএসএফ এ ধরনের ফাঁকা গুলিবর্ষণ করে থাকে। তবে গুলিতে একজন আহত হয়েছে বলে শুনেছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button