জাতীয় সংবাদ

৩১ জানুয়ারি পর্যন্ত বাড়লো জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ

প্রবাহ রিপোর্ট : জনপ্রশাসন সংস্থার কমিশনের মেয়াদ আরও ১৬ দিন বেড়েছে। কমিশনের মেয়াদ আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল রোববার কমিশনের এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে এ চিঠি পাঠিয়েছেন কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। মন্ত্রিপরিষদ সচিবকে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে। এর আগেও কমিশনের মেয়াদ এক দফা বাড়ানো হয়। আগের নির্ধারিত সময় অনুযায়ী জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি শেষ হবে। কমিশন প্রধান চিঠিতে লিখেছেন, আপনি অবগত আছেন যে, জুলাই বিপ্লবের পর একটি জনমুখী, স্বচ্ছ, জবাবদিহিমূলক, দক্ষ এবং নিরপেক্ষ জনপ্রশাসন প্রতিষ্ঠার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ৯ অক্টোবর জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশন গঠনের প্রজ্ঞাপনে কমিশনকে তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের কথা বলা হয়েছে। জনসম্পৃক্ততা বৃদ্ধিসহ জনগণের আকাঙ্খা অনুধাবনের লক্ষ্যে কমিশন ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগ, ৬টি জেলা এবং ৪টি উপজেলা সফর করে অংশীজনদের মতামত ও পরামর্শ সংগ্রহ করেছে। কমিশন এ পর্যন্ত ২০টির বেশি সভা করেছে এবং চূড়ান্ত প্রতিবেদন প্রণয়নের আগে খসড়া সুপারিশগুলো অধিক পর্যালোচনা ও পরীক্ষা-নিরীক্ষা করার জন্যে কমিশনের আবেদনের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার অনুমোদন সাপেক্ষে কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়। চিঠিতে আরও বলা হয়, লক্ষাধিক ব্যক্তির কাছ থেকে জনপ্রশাসন সংস্কার সংশ্লিষ্ট প্রাপ্ত অনলাইন মতামত এবং নাগরিক পরিষেবা সম্পর্কে নাগরিকদের কাছ থেকে প্রাপ্ত সুনির্দিষ্ট অভিমত এখনও প্রক্রিয়াধীন। তাছাড়া কমিশনের সদস্যরা ৬ থেকে ৭ জানুয়ারি কুমিল্লা ও চাঁদপুর জেলা এবং মতলব উপজেলার অংশীজন এবং মাঠ পর্যায়ে কর্মরত বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছেন যা পর্যালোচনা করে কমিশনের দেওয়া সুপারিশে অন্তর্ভুক্ত করার কাজও চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button