জাতীয় সংবাদ

স্ত্রী-সন্তানসহ সাবেক উপমন্ত্রী জ্যাকবের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রবাহ রিপোর্ট : কারাগারে থাকা সাবেক উপমন্ত্রী ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকব, তার স্ত্রী নীলিমা নিগার সুলতানা, মেয়ে জুল জালালে আল ইসলাম জেনিক ও ছেলে আবরার তপন ইসলাম জেনিলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের উপ-পরিচালক এস এম রাশেদুর রেজা তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। আবেদনে বলা হয়, জ্যাকব ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে হাজার কোটি টাকা বিদেশে পাচারসহ নিজে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধে গুরুত্বপূর্ণ। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্বসূত্রে জানা গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন ঠেকানো প্রয়োজন। গত বছরের ১ অক্টোবর আবদুল্লাহ আল জ্যাকবকে গুলশান থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাকে হত্যা, হত্যাচেষ্টার বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button