জাতীয় সংবাদ

বাবুল কাজীর মৃত্যুতে তারেক রহমানের শোক

প্রবাহ রিপোর্ট : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত ১৮ জানুয়ারি ভোরে রাজধানীর বনানীর বাসায় তিনি অগ্নিদগ্ধ হন। গত রোববার বিকাল সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাবুল কাজীর মৃত্যুতে তার শোকাহত পরিবারবর্গের মতো আমিও গভীরভাবে সমব্যথী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দৌহিত্র হিসেবে তিনি সুপরিচিত ছিলেন। তিনি ছিলেন সৎ, সজ্জন ও বিনয়ী মানুষ। দোয়া করি, মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসিব এবং শোকার্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। শোকবার্তায় তারেক রহমান বলেন, আমি বাবুল কাজীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button