বরিশাল থেকে ঢাকায় এসে নিখোঁজ স্কুলছাত্রীর সন্ধান মিলল নওগাঁয়

প্রবাহ রিপোর্ট ঃ মায়ের চিকিৎসা করাতে বরিশাল থেকে ঢাকায় এসে নিখোঁজ হওয়া ১১ বছর বয়সী কিশোরী আরাবি ইসলাম সুবার সন্ধান মিলেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, সুবা নওগাঁর এক কিশোরের সঙ্গে পালিয়েছে। সে এখন সেখানেই অবস্থান করছে। গতকাল মঙ্গলবার দুপুরে আদাবর থানার ওসি এস এম জাকারিয়া বলেন, নিখোঁজ সুবার সন্ধান পাওয়া গেছে। সে নওগাঁ জেলার এলাকায় আছে। সঙ্গে ছেলেটিও আছে। তবে তারা ভালো আছে। যতটুকু জানা গেছে, প্রেমের টানে সুবা সেখানে গিয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, সুবার বাড়ি বরিশাল। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে সে ঢাকায় এসেছিল। উঠেছিল আত্মীয়ের বাসায়। ওই বাসা থেকে বেরিয়ে ২ ফেব্রুয়ারি নিখোঁজ হয় সে। তার সন্ধান চেয়ে বাবা ইমরান রাজিব গত সোমবার সন্ধ্যায় আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তাকে উদ্ধারে সর্বাত্মক তৎপরতায় নামে র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থা। সিসিটিভি ফুটেজ ঘেঁটে পুলিশ দেখতে পায়, মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির টোকিও স্কয়ারে সুবা একটি ছেলের হাত ধরে হাঁটাহাঁটি করছে। এদিকে এর আগে তার খোঁজ চেয়ে রাজধানীর আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গতকাল মঙ্গলবার আদাবর থানার ওসি এস এম জাকারিয়া বলেন, সুবার মা ক্যানসার রোগে আক্রান্ত বলে আমরা জানতে পেরেছি। মেয়েটি বরিশালে থাকে, সেখানে একটি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। ওসি জানান, পরিবারের তরফ থেকে জিডি করার পরপরই তাকে পুলিশ, র্যাব ও গোয়েন্দারা মিলে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। সর্বশেষ গত সোমবার বিকেলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির টোকিও স্কয়ারে মেয়েটি একটি ছেলের হাত ধরে হাঁটাহাঁটি করছে। পরিবার সূত্রে জানা গেছে, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল ১১ বছরের সুবা। উঠেছিল আত্মীয়ের বাসায়। ওই বাসা থেকে বেরিয়ে ২ ফেব্রুয়ারি নিখোঁজ হয় সুবা। তার সন্ধান চেয়ে বাবা ইমরান রাজিব গত সোমবার সন্ধ্যায় আদাবর থানায় জিডি করেন। পুলিশ বলছে, নিখোঁজ হওয়ার আগে সুবার সঙ্গে তার এক আত্মীয় ছিলেন। তখন তাকে (ওই আত্মীয়কে) বাসায় পাঠিয়ে দেওয়া হয়। এদিকে, সুবা নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও উদ্বেগ দেখা গেছে। তার স্বজন ও পরিবারের পরিচিতরা ফেসবুকে পোস্ট দিয়ে মেয়েটিকে ফিরে পেতে সবার সহায়তা কামনা করেছেন। তাদের ধারণা ছিল, মেয়েটি কোনো কিশোর গ্যাংয়ের খপ্পরে পড়ে থাকতে পারে।