জাতীয় সংবাদ

লিফলেট বিতরণের ভিডিও প্রকাশঃ স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ আটক ২

প্রবাহ রিপোর্ট ঃ বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে লিফলেট বিতরণের ভিডিও প্রকাশ করা হলে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ দুজনকে আটক করে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে বন্দর উপজেলার সোনাকান্দা এলাকার জামান অটোরিকশার গ্যারেজ থেকে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন- নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের ২০ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জামান মিয়া ও স্বেচ্ছাসেবকলীগের কর্মী সাইদুল ইসলাম। গতকাল মঙ্গলবার সকালে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনায় গত ২ দিন ধরে বন্দর উপজেলার কলাগাছিয়া ও সোনাকান্দা এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে আসছিলেন আটক দুজন। এর ধারাবাহিকতায় জামান মিয়া ও তার অনুসারী সাইদুল ইসলাম নিজ অটোরিকশার গ্যারেজে লিফলেট বিতরণ করেন। পরে গত সোমবার এই সংক্রান্ত একটি ভিডিও ‘বাংলাদেশ আওয়ামী লীগ’-এর ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করা হলে মুহূর্তের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে অভিযান পরিচালনা করে পুলিশ দুই জনকে আটক করে। এ বিষয়ে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে। তারা এখন পুলিশ হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button