জাতীয় সংবাদ

চট্টগ্রামে আ. লীগ-ছাত্রলীগের ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট ঃ চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুর ২টা থেকে গতকাল বুধবার দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিরা হলেন, বশির আহাম্মদ প্রকাশ বশির (৩৪), শামসুল আলম ভূঁইয়া বাবুল (৫৬), মিজানুর রহমান (৫৩), মোহাম্মদ আলী আকবর (৪০), মোঃ খায়েরুল ইসলাম তুষার (২৪), তয়ন বড়ুয়া (২২), মোঃ আরিফ আহম্মেদ (৩০), মোঃ হাছান (৪২), মোঃ জাহাঙ্গীর আলম (৪৪), মোঃ রাজু (৩০), রামপুরা ওয়ার্ড যুবলীগের যুগ্ম আাহ্বায়ক সুলতান মাহামুদুল হাসান(৪৩), বন্দর থানা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ১২। মোঃ আরিফ (৩১), মোঃ রুবেল, মোঃ সেলিম প্রকাশ রমজান আলী (২০), মোঃ নিজাম উদ্দিন সজিব (২২), মোঃ রেজাউল করিম তানভির (২৫), মোঃ আব্দুল শুক্কুর, মোঃ শহিদুল ইসলাম(৩২), মোঃ ইকবাল আহাম্মেদ আলভী (২১), মোঃ সাইফুল ইসলাম (২৫), মনছুর আলম (৩৫), মোঃ তৈমুর শাহ (৪০), মোঃ হাসেম (৩১), মোঃ আকবর হোসেন (৩০),পটিয়া থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আনিসুল ইসলাম সৌমিক (৩১), মোঃ আরিফ হোসেন (২৪), মোঃ শহিদুল ইসলাম শাওন (২৪), তুহিন মুরাদ (৩২), মোঃ মাহিম (১৯), মোঃ দিদার (৩৯), মোঃ ইমরান হোসেন (৩২), মোঃ ওমর ফারুক (৩২), মোঃ জাবেদ আফসার চৌধুরী (৪৭) ও মোঃ আব্দুর রহিম। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী আইনে ৩৪ জনকে গ্রেপ্তার করা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button