জাতীয় সংবাদ

নতুন দলের নাম ও প্রতীক ঠিক করতে মতামত চায় বৈষম্যবিরোধীরা

প্রবাহ রিপোর্ট : চলতি মাসেই ছাত্র-তরুণদের নতুন দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সে লক্ষ্যে কাজ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। গতকাল বুধবার রাজধানীর বাংলামোটরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনে জনমত সংগ্রহে সপ্তাহব্যাপী কর্মসূচি দেওয়া হয়। এতে জানানো হয়, রাজনৈতিক দল গঠন করতে এই কর্মসূচির মাধ্যমে তারা সাধারণ মানুষের কাছে যেতে চান। ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ এই স্লোগানে নেওয়া হবে জনমত। ন্যূনতম ১ লাখ মানুষের মতামত নেওয়ার জন্য এই কর্মসূচি পালন করবে তারা। এ নিয়ে দেশের মানুষের কাছে দলের নাম, প্রতীক, মানুষের চিন্তা, প্রত্যাশা, পরামর্শ চেয়ে একটি গুগল ফরম ছেড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুগল ফরমে বলা হয়েছে, ‘আপনার চোখে নতুন বাংলাদেশ! আপনার মতামতই ভবিষ্যৎ বাংলাদেশ বদলের চাবিকাঠি। একটি নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা চলছে, যা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বহন করবে এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে গড়ে উঠবে। তরুণদের শক্তি, জনগণের মতামত এবং পরিবর্তনের অঙ্গীকারই হবে এই পথচলার মূল ভিত্তি। এই ফরমটি শুধু তথ্য সংগ্রহের জন্য নয়— এটি একটি সুযোগ, একটি দায়িত্ব এবং একটি আন্দোলনের অংশ হওয়ার আহ্বান। আপনার চিন্তা, প্রত্যাশা ও পরামর্শ জানিয়ে যুক্ত হোন। একটি নতুন বাংলাদেশ গড়তে, আপনার মতামত দিন।’ ফরমে তারা ১০টি বিষয়ে জানতে চেয়েছে। এগুলো হলো- ১. পূর্ণ নাম। ২. লিঙ্গ। ৩. পেশা। ৪. জেলা। ৫. ফোন নম্বর। ৬. আপনার মতে কোন তিনটি কাজ করলে দেশ বদলে যাবে? ৭. নতুন রাজনৈতিক দলের কাছে আপনার জীবনের কোনও সমস্যার সমাধান চান? ৮. নতুন দলের কাছে আপনি কী প্রত্যাশা করেন? ৯. দলের নাম কী হতে পারে? ১০. দলের মার্কা কী হতে পারে?

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button