জাতীয় সংবাদ

ভোটার হালনাগাদে বাদ পড়লে আবেদন করা যাবে ১১ এপ্রিল পর্যন্ত

প্রবাহ রিপোর্টঃ চলমান ভোটার তালিকা হালনাগাদে বাড়ি-বাড়ি কার্যক্রমে যারা বাদ পড়েছেন তারা ১১ এপ্রিল পর্যন্ত ভোটার হতে পারবেন। নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, বাড়ি-বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে। যারা ভোটারযোগ্য কিন্তু এখনও ভোটার হননি, তারা ১১ এপ্রিল পর্যন্ত নিকটস্থ ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্রে অথবা সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করে ভোটার হতে পারবেন।ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সোমবার (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত বাড়ি-বাড়ি গিয়ে হালনাগাদে ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে ৬১ লাখ ৮৯ হাজার লক্ষ্যমাত্রা ছিল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button