জাতীয় সংবাদ

আমি স্তম্ভিত: গুম কমিশনের সদস্য নূর খান

প্রবাহ রিপোর্ট : গুম কমিশনের সদস্য ও মানবাধিকারকর্মী নূর খান তার ফেসবুকে লিখেছেন ‘আমি স্তম্ভিত।’ এর সঙ্গে আরেকটি লাইন জুড়ে তিনি লিখেছেন, এই দিন দিন নয়, আরও দিন আছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে এক পোস্টে তিনি কথাগুলো লেখেন। গত বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত করা দেখে নানাজন নানা প্রতিক্রিয়া দিচ্ছেন। তারই অংশ হিসেবে নূর খানের এই প্রতিক্রিয়া। এর আগে, সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন। স্ট্যাটাসের বিষয়ে নূর খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটা কোনোভাবেই সমর্থন করার সুযোগ নেই। কোনও সুপ্তগোষ্ঠী মনোবাসনা পূরণের চেষ্টা করছে কিনা সেটা ভেবে দেখা দরকার। এটা ভালো কিছু বয়ে আনবে না। উল্লেখ্য, গত বুধবার রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। এর প্রতিবাদে রাত ৯টার দিকে ধানমন্ডি অভিমুখে কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স। সন্ধ্যার পর থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাসার সামনে এসে জড়ো হতে শুরু করেন বিক্ষুব্ধ ছাত্ররা। পরে রাত ৮টার দিকে বাড়িটিতে প্রবেশ করেন তারা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ধানমন্ডি ৩২ নম্বরে ভিড়ও বাড়তে থাকে। সে সময় শেখ মুজিবের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়। একইসঙ্গে প্রবেশমুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। রাত ১০টা ৫০ মিনিটে বাড়ির সামনে আনা হয় বুলডোজার।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button