জাতীয় সংবাদ
মেহের আফরোজ শাওন গ্রেপ্তার

# রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন শাওন : ডিবি #
প্রবাহ রিপোর্ট ঃ অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক প্রবাহকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কোন অভিযোগে শাওনকে আটক করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, শাওন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন। আটকের পর তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এর আগে বিকালে জামালপুরে শাওনের গ্রামের বাড়িতে আগুন দেয় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ আলোচিত নাম মেহের আফরোজ শাওন। গত তিন দিনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে নিয়ে নিজের ফেসবুক ওয়ালে চারটি পোস্ট করেছেন তিনি। সবগুলো পোস্টই সমালোচনামূলক।