জাতীয় সংবাদ

রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে জামায়াতের মিছিল

প্রবাহ রিপোর্ট : রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার জুমার নামাজের পর মিরপুর ১ নাম্বারে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটি এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধসহ সব ধরনের অস্থিরতা, নগ্নতা ও বেহায়াপনা বন্ধের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। সর্বোপরি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে । কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, মাওলানা মুহিব্বুল্লাহ, ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার, মহানগরী কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন, শহিদুল্লাহ, হেদায়েত উল্লাহ, শাহ আলম তুহিন, অধ্যাপক আনোয়ারুল হক প্রমুখ। সমাবেশের পর ঢাকা মহানগরী উত্তর আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কাজীপাড়া মেট্রোরেলের নিচে এসে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়। বায়তুল মোকাররমের উত্তর গেট এলাকায় ঢাকা মহানগর দক্ষিণের মিছিলে আমির নুরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদসহ অন্যান্য নেতারা অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button