জাতীয় সংবাদ

আলোচিত সাদিক অ্যাগ্রোর ইমরান গ্রেপ্তার

১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগ

প্রবাহ রিপোর্ট : আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার ইমরানকে গ্রেপ্তার করে সিআইডির ফ্যাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান। তিনি বলেন, আজ (গতকাল সোমবার) ঢাকা থেকে সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ইমরানের বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের মামলা রয়েছে। সেই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইমরানের সাদিক অ্যাগ্রোতে গরু-ছাগলসহ পশু বিক্রি হয়। বিশেষ করে ঈদুল আজহা উপলক্ষে তার এই খামার ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে থাকে। তবে এই প্রতিষ্ঠান বাজারের স্বাভাবিক দামের চেয়ে পশুর দাম অনেক বেশি রাখে বলে অভিযোগ দীর্ঘদিনের। এছাড়া সরকারি নিষেধাজ্ঞা না মেনে খামারে ব্রাহামা জাতের গরুর প্রজননেরও খবর মেলে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button