জাতীয় সংবাদ

আহলান সাহলান মাহে রমজান

মাগফিরাতের ৬ষ্ঠ দিন ১৬তম রোযা ঃ মাহে রমজান মুমিন জীবনের শ্রেষ্ঠ সময়। এ মাস রহমতের মাস, মাগফেরাতের মাস, নাজাতের মাস। রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, রমজান এমন এক মাস, যার শুরুতে রহমত, মাঝে মাগফেরাত এবং শেষে রয়েছে জাহান্নাম থেকে মুক্তি। (ইবনে খুজাইমা: ১৮৮৭)। অর্থাৎ রমজান মাসের ৩০ দিনের প্রথম ১০ দিন রহমতের, দ্বিতীয় ১০ দিন মাগফিরাতের এবং তৃতীয় ১০ দিন নাজাতের। এ হাদিসের মাধ্যমে রাসুলুল্লাহ (স.) উম্মতকে এই বার্তা দিয়েছেন যে, রমজান পুরোটাই বরকত আর বরকত। এই মাসে অতীতের সব পাপ ক্ষমা করিয়ে নেওয়ার অবারিত সুযোগ রয়েছে। এই সুযোগ লুফে নিতে হবে। এরপর নাজাতের জন্য রমজানের শেষ পর্যন্ত সিয়াম সাধনা করে যেতে হবে। শুরু হয়েছে মাগফেরাতের দশক। এই দশকে ফরজ আমলের পাশাপাশি বিশেষভাবে যে পাঁচটি আমল গুরুত্বের সঙ্গে করবেন, সেগুলো হলো ঃ
১) তাওবা-ইস্তেগফার
মাগফেরাতের দশকে আল্লাহর কাছে প্রত্যেক মুমিনের বেশি বেশি তওবা ও ক্ষমা প্রার্থনা করা উচিত। কারণ তওবা-ইস্তেগফার সফলতার চাবিকাঠি। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ, তোমরা সবাই তওবা করো, যাতে তোমরা সফলকাম হতে পার।’ (সুরা নুর: ৩১)
আনাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘প্রত্যেক আদম সন্তানই গুনাহগার। আর গুনাহগারদের মধ্যে তওবাকারীরা উত্তম’ (ইবনে মাজাহ: ৪২৫১)। অন্য আরেকটি হাদিসে গুনাহগার তওবাকারী ব্যক্তিকে নিষ্পাপ মানুষের সমান্তরালে দাঁড় করানো হয়েছে। আবদুল্লাহ বিন মাসউদ (রা.) বলেন, মহানবী (স.) বলেছেন, ‘গুনাহ থেকে তওবাকারী নিষ্পাপ ব্যক্তিতুল্য।’ (ইবনে মাজা: ৪২৫০)
আল্লাহ তাআলা এই মাসে গুনাহ মাফের ও জাহান্নাম থেকে মুক্তির প্রতিশ্রুতি দিয়েছেন। তাই বান্দার উচিত এই মাসে বেশি বেশি তাওবা করা। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (স.) বলেছেন, যখন রমজান মাসের প্রথম রাতের আগমন ঘটে তখন দুষ্ট জিন ও শয়তানদের বন্দি করা হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, তার একটি দরজাও খোলা হয় না এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, তার একটি দরজাও বন্ধ করা হয় না। আর একজন ঘোষক ঘোষণা করতে থাকেÍ হে কল্যাণের প্রত্যাশী! অগ্রসর হও, হে অকল্যাণের প্রার্থী! থেমে যাও। আর আল্লাহ তাআলা এ মাসের প্রতি রাতে অসংখ্য জাহান্নামিকে মুক্তি দান করেন। (সুনানে তিরমিজি: ৬৮২)

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button