জাতীয় সংবাদ

পিলখানা হত্যাকা-: বিস্ফোরক মামলায় ২৩৯ জনের জামিন পেছালো

প্রবাহ রিপোর্ট : পিলখানা হত্যাকা-ের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় কারাগারে আটক থাকা ২৩৯ বিডিআর সদস্যের জামিনের বিষয়ে আদেশের তারিখ পিছিয়েছে। আদেশের বিষয়ে আগামী ১০ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এ দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউটর আব্দুল হান্নান ভূইয়া এ তথ্য জানান। এর আগে, গত ১৩ মার্চ জামিনের বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশের জন্য গত রোববার দিন ধার্য করেন। তবে গত রোববার আদেশ না দিয়ে ফের গতকাল সোমবার দিন ধার্য করা হয়। রায় পেছানোর কারণ জানিয়ে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর বোরহান উদ্দিন বলেন, জামিনের আবেদনে মৃত্যুদ-, যাবজ্জীবনপ্রাপ্ত আসামিদের পাশাপাশি একজনের ডাবল নাম জমা পড়েছে। মৃত্যুদ- ও যাবজ্জীবন দ-প্রাপ্তদের জামিনের বিষয়টি এখানে সুরাহা হবে না। আবেদনের ক্ষেত্রে তাদের আইনজীবীদের সতর্ক থাকা উচিত ছিল। গত ১৯ জানুয়ারি ১৭৮ জন বিডিআর সদস্যকে জামিন দেন একই আদালত। পরে ২৩ জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন তারা। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিয়ার বিদ্রোহের ঘটনায় ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দফতরে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button