ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা : দেশজুড়ে বেজে উঠল সাইরেন

# ১৪ ইসরায়েলী নাগরিক আহত #
প্রবাহ রিপোর্ট ঃ
গাজা থেকে হামাস ও ইয়েমেনের হুতি যোদ্ধারা মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলে। এই হামলার পর নেতানিয়াহুর দেশজুড়ে বেজে ওঠেছে সাইরেন। তবে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে যে তারা ইয়েমেন থেকে শুরু হওয়া একটি ক্ষেপণাস্ত্রকে বাধা দিয়েছে। আর ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তেল আবিব ও জেরুজালেমে সাইরেন শোনা গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, হামলায় কেউ নিহত না হলেও অন্তত ১৪ জন আহত হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, ফিলিস্তিন-২ নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হুতিরা। হুতিদের ছোড়া মিসাইলগুলোকে শনাক্ত করে ফেলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পরে শহরজুড়ে বাজতে শুরু করে সতর্কতা সাইরেন। জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে নগরবাসীদের শেল্টারে আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়। নিরাপদ এলাকায় যাওয়ার সময় ওই ১৪ জন আহত হয়। যখন সাইরেন বাজতে শুরু করে তখন ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে এক বৈঠকে ছিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাকে সেখান থেকে সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তখন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এরই মধ্যে সন্ত্রাসবাদের দাম হুতিরা দিচ্ছে। এবং এই মূল্য পরিশোধ চলতেই থাকবে।’
এক বিবৃতিতে সবগুলো ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলের বিমানবাহিনী-আইএএফ। এর আগে, চলতি বছরের ১৮ জানুয়ারি এই অঞ্চলকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছিল হুতি বিদ্রোহীরা।
গাজা থেকে পাল্টা হামলা, কাঁপল তেলআবিব : অপরদিকে
দখলদার ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব লক্ষ্য করে তিনটি দূরপাল্লার রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এরমধ্যে একটি রকেট আটকে দিতে সমর্থ হয় দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বাকি দুটি রকেট খোলা স্থানে পড়েছে বলে দাবি করেছে তারা। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হামাসের রকেট হামলায় কেউ হতাহত হয়নি। গত সোমবার মধ্যরাতে গাজায় বর্ব বোমাবর্ষণ করে ইসরায়েল। এরপর গতকাল বুধবার গাজায় ফের স্থল হামলা শুরু করে তারা।
ওই সময় গাজাকে দুই ভাগ করে তৈরি করা কথিত ‘নেতজারিম করিডর’-টি পুনরায় দখল করে ইসরায়েলি সেনারা। সেখানে তারা বর্তমানে অবস্থান নিয়ে আছে। এতে করে গাজা আবারও দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। সোমবারের সেই ভয়াবহ গণহত্যা ও পরের দুইদিনের হত্যাযজ্ঞের পর এবারই প্রথম ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ফিলিস্তিনি এ গোষ্ঠীটি।
বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় চালানো এ রকেট হামলার দায় স্বীকার করেছে হামাস। তারা জানিয়েছে, গাজাবাসীর ওপর নতুন করে চালানো গণহত্যার জবাব দিতে রকেট ছোঁড়া হয়েছে।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ২০২৪ সালের ৭ অক্টোবরের পর আজই প্রথম ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে রকেট ছুড়েছে হামাস। ওইদিন অপারেশন আল আকসা ফ্লাডের প্রথম বর্ষপূর্তির দিন রকেট নিক্ষেপ করেছিল তারা। তিনটি রকেট ছোড়ার পর সেগুলোর ধ্বংসাবশেষ সরানোর কাজ করছে ইসরায়েলের পুলিশ।
অপরদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, আজ ভোর থেকে ৮৫ জনকে হত্যা করেছে ইসরায়েল। যার অর্থ গত তিনদিনে দখলদাররা এক হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। যারমধ্যে শিশুর সংখ্যা দুইশরও বেশি।