জাতীয় সংবাদ

রংপুরে আদালতের কার্যক্রম দেখলেন প্রধান বিচারপতি

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গতকাল রোববার রংপুরের জজ আদালতসহ বিভিন্ন আদালত পরিদর্শন করেছেন। এ সময় তিনি বিচারকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। এর আগে প্রধান বিচারপতি রংপুর জেলা জজ আদালতে এলে রংপুর সিনিয়র জেলা জজসহ বিভিন্ন আদালতের বিচারকরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। প্রধান বিচারপতি জেলা আদালতের কাছে একটি হাড়িভাঙ্গা আমের চারা রোপণ করেন। এরপর তিনি জেলা জজ আদালতের বিভিন্ন বিচারকের এজলাস পরিদর্শন করেন। এরপর রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতসহ রংপুর মেট্রোপলিটন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেন। সেখানেও একটি গাছের চারা রোপণ করেন। প্রধান বিচারপতি রংপুর মেট্রোপলিটন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির, রংপুর মহানগর দায়রা জজ মশিয়ার রহমান খান, তারিখ হোসেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আর কিউ এম জুলকার নাইন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসহ নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারকরা উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি ১০ তলা জুডিশিয়াল ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ভবনের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়াও রংপুরের আদালত চত্বরে বড় পুকুর দেখে তা ভালোভাবে সংরক্ষণের নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button