থানায় লাল গালিচা সংবর্ধনা দেওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষোভ

প্রবাহ রিপোর্ট : একদিনের সফরে সিলেটে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট বিমানবন্দর থানা পরিদর্শনে যান তিনি। এ সময় পুলিশের পক্ষ থেকে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সিলেট মেট্রোপলিটন কমিশনারের কাছে ক্ষুব্ধ স্বরে জানতে চান, থানায় এই ব্যবস্থা কেন? না করছি যেটা সেটা কেন রাখছ। এখন উঠাও। কাম না করে খালি আকাম করো। এ সময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা লাল গালিচা উঠানোর ব্যবস্থা করেন। থানা পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। তবে, এখনো পুলিশকে পুনর্গঠন করা যায়নি। ৫ আগস্টের সময় অনেক গাড়ি, থানা পুড়েছে। এখনো তাদের একটি গাড়িও কিনে দেওয়া যায়নি। অর্থ বরাদ্দ পেলে এই ব্যবস্থার আরো উন্নয়ন হবে। মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখনো সব অস্ত্র উদ্ধার হয়নি, অস্ত্র উদ্ধারে চেষ্টা করছে সরকার। আর আইন নিজের হাতে তুলে নিতে চাইলেই পুলিশ অ্যাকশন নেবে। পুলিশ কোনো মব জাস্টিস ভয় পায় না। তিনি বলেন, পুলিশের থেকে (দেশের মানুষের) আশা অনেক। কিন্তু তাদের থাকা-খাওয়ার অনেক অসুবিধা হয়। থাকা-খাওয়ার উন্নতি করা দরকার। পুলিশের এই অসুবিধার দিকটা মিডিয়ায় দেখানো দরকার বলে মন্তব্য করেন তিনি। ইন্টারপোলে শেখ হাসিনার গ্রেফতারি পরোয়ানার আপডেট নিয়ে তিনি বলেন, ইন্টারপোলের আপডেটটা আগে যা আছে ওই অবস্থায় আছে। ৫ আগস্টের পর পুলিশের কার্যক্রম নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। রোজার সময় আপনারা দেখেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো ছিল। পুলিশের ভ্যান থেকে আসামি ছিনতাই সম্পর্কে তিনি বলেন, এসব অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে। তবে অ্যাকশন নিতে কিছুটা দেরি হয়। কেননা অনেক থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। মব জাস্টিসের বিষয়ে তিনি বলেন, এটা অনেক কমে এসেছে। সিলেটের ঘটনায় অনেককে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এ ক্ষেত্রে কাউকে বাছাই করা হয়নি। সবার প্রতি একটাই অনুরোধ করেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়।