থানা থেকে ছাত্রদল নেতাকে ছিনতাই: ওসিসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

প্রবাহ রিপোর্ট : নাটোরের লালপুরে গ্রেপ্তার জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে থানা ভবন থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হকসহ ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গত বুধবার দায়িত্বে অবহেলার অভিযোগে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক, দায়িত্বরত একজন উপ-পরিদর্শক ও দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়। পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাগাতিপাড়ায় এক বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় মঙ্গলবার রুবেল উদ্দিনকে গ্রেপ্তার করে লালপুর থানা পুলিশ। একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানায় গিয়ে রুবেলকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দেয়। এসময় পুলিশ অসম্মতি জানালে নেতাকর্মীরা হট্টগোল করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ছিনিয়ে নেওয়া আসামিসহ জড়িতদের গ্রেপ্তারে যৌথবাহিনী অভিযান শুরু করে। পরে পাবনার ঈশ্বরদী থেকে রুবেল উদ্দিন ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুবেলের দুই বোন রুপা খাতুন ও ফারজানা ইয়াসমিন এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। এদিকে, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মঙ্গলবার রাতেই ৩৮ জনের নাম উল্লেখসহ ১৫৮ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ছিনিয়ে নেওয়া আসামিসহ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে দায়িত্বে অবহেলার কারণে লালপুর থানার ওসিসহ ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে লালপুর থানায় ওসি (তদন্ত) দায়িত্ব পালন করবেন।