জাতীয় সংবাদ
ঠাকুরগাঁওয়ে ছাত্রীনিবাসে মিলল শিক্ষার্থীর লাশ

প্রবাহ রিপোর্ট : ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া এলাকায় একটি ছাত্রীনিবাস থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাবিবা আস্থা (১৭) নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। নিহত লাবিবা ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রথমবর্ষের ছাত্রী ছিলেন। তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওদুস ইউনিয়ন এলাকার মৃত ফজলুর রহমানের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, হাজীপাড়ায় অর্পিতা ছাত্রীনিবাস নামে একটি ম্যাচে লাবিবা থাকতেন। তবে লাবিবার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। পরিবারের সদস্যরাও এই বিষয়ে কোনো স্পষ্ট ধারণা দিতে পারেননি। ঠাকুরগাঁও ওসি শহিদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মর্গের প্রতিবেদন দেখে মৃত্যুর কারণ জেনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।