জাতীয় সংবাদ

নারায়ণগঞ্জে মা-শিশুসহ তিনজনের লাশ উদ্ধার

প্রবাহ রিপোর্ট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি অবস্থায় মা ও শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার আমির হোসেনের বাড়ির পাশ থেকে লাশগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন- সিদ্ধিরগঞ্জ এলাকার মৃত আব্দুুল ছামাদের দুই মেয়ে লামিয়া আক্তার (২২), স্বপ্না আক্তার (৩৫) ও লামিয়ার ছেলে আব্দুল্লাহ (৪)। এর আগে সকালে বস্তাবন্দি অবস্থায় লাশগুলো পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দা লিখন (২৭) জরুরি পরিষেবা ৯৯৯ নম্বরে ফোন কল করেন। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে। নিহতদের স্বজনরা জানান, মৃত লামিয়ার স্বামী মো. ইয়াসিন মাদকাসক্ত। তিনি কোনো কাজকর্ম করতেন না। ফলে লামিয়ার সঙ্গে তর্কবিতর্ক হতো। প্রাথমিকভাবে মৃত লামিয়ার স্বামী ইয়াসিন এ হত্যাকা- ঘটিয়েছেন বলে তার আত্মীয়-স্বজনরা দাবি করছেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম বলেন, আমরা ঘটনাস্থলে আছি। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button