জাতীয় সংবাদ

কুমিল্লায় থানায় হামলার ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট : কুমিল্লার মুরাদনগরে থানায় এবং ছাত্র সমন্বয়কদের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতা হাজী ইদ্রিসকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইদ্রিস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং পরিবহন শ্রমিক নেতা। পুলিশ জানায়, গত ২৪ মার্চ মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় চাঁদা আদায়ে বাধা দেওয়ায় শ্রমিক দল নেতা আবুল কালাম আজাদের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা অ্যাডভোকেট ওবায়দুল হকের ওপর হামলা করা হয়। এ ঘটনায় পুলিশ আবুল কালামকে আটক করলে বিএনপি নেতাকর্মীরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে বিএনপি নেতাকর্মীরা থানায় এবং বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা করেন। এ ঘটনায় ছাত্রনেতা আবু ফয়সাল ও পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার হাজী ইদ্রিস দুটি মামলার আসামি। এদিকে, হাজী ইদ্রিসকে গ্রেপ্তারের পর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের দাবি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, বিএনপি নেতা হাজী ইদ্রিস থানায় হামলা এবং ছাত্র সমন্বয়কদের ওপর হামলার ঘটনায় জড়িত। দুটি মামলার এজাহারনামীয় আসামি তিনি। ডিবি পুলিশের একটি টহল দল তাকে গ্রেপ্তার করেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button