জাতীয় সংবাদ

জবাবদিহি নিশ্চিতে ডিএনসিসির সব প্রকল্পের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে

প্রবাহ রিপোর্ট : স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সব প্রকল্পের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ। গতকাল সোমবার দুপুরে ডিএনসিসির ১৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শেওড়াপাড়া, পশ্চিম কাজীপাড়া ও সেনপাড়া পর্বতা এলাকায় চার কিলোমিটার রাস্তা, পাঁচ কিলোমিটার নর্দমা এবং ১ দশমিক ৫ কিলোমিটার ফুটপাত নির্মাণকাজের উদ্বোধন ও গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহাম্মদ এজাজ বলেন, ডিএনসিসির প্রতিটি প্রকল্পের শুরু ও শেষের তারিখ, বরাদ্দের পরিমাণ এবং নির্মাণসামগ্রীর তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রকল্পের তথ্য জানলে জনগণ উন্নয়ন কার্যক্রমের বিষয়ে প্রশ্ন করতে পারবে এবং জবাবদিহি নিশ্চিত হবে। ডিএনসিসির প্রশাসক জানান, সম্প্রতি তিনি পূর্ব ঢাকার ৪২ নম্বর ওয়ার্ডে হঠাৎ পরিদর্শনে গিয়ে নির্মাণকাজে অনিয়মের প্রমাণ পেয়েছেন। জনগণ নির্মাণসামগ্রী সম্পর্কে অবগত না থাকলে দুর্নীতির সুযোগ থেকে যাবে উল্লেখ করে তিনি বলেন, রাস্তাকে ধরে রাখার জন্য যে ওয়াল তৈরি করা হয়েছে, সেখানে স্টোন দিয়ে পিলার বানানোর কথা থাকলেও ব্রিক দিয়ে করা হয়েছে, যা বড় ধরনের দুর্নীতি। মোহাম্মদ এজাজ জানান, নি¤œমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে সংশ্লিষ্ট ঠিকাদারকে সতর্ক করা হয়েছে এবং নির্মাণসামগ্রী সঠিকভাবে না বদলালে বিল দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। তিনি বলেন, প্রত্যেক এলাকায় উন্নয়নকাজ বুঝে নেওয়ার জন্য জনগণকে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা দেওয়া হবে। ওয়েবসাইটে প্রকল্পের বিস্তারিত তথ্যের পাশাপাশি ঠিকাদারের যোগাযোগ নম্বরও প্রকাশ করা হবে, যাতে স্থানীয়রা নির্দিষ্ট স্পেসিফিকেশন অনুযায়ী কাজ বুঝে নিতে পারেন। আমরা চাই, সবার অংশগ্রহণে উন্নয়ন কর্মকা- সম্পন্ন হোক। গণশুনানিতে মোহাম্মদ এজাজ বলেন, স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সহায়তায় কাজ করা হচ্ছে। বাসিন্দাদের সঙ্গে গণশুনানি ছাড়াও প্রতি মাসে ফেসবুক লাইভের মাধ্যমে দেশ-বিদেশের বাংলাদেশিদের সঙ্গে যুক্ত হচ্ছি। ডিএনসিসির সবার ঢাকা অ্যাপ নিয়েও প্রশাসক মন্তব্য করেন। তিনি বলেন, ৪ কোটি টাকা ব্যয়ে তৈরি এই অ্যাপের পাসওয়ার্ড বর্তমান প্রশাসনকে না দিলে আইনি ব্যবস্থা নিয়ে উদ্ধার করা হবে। হকার সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় হকারদের কারণে মানুষের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। চলাচলের অধিকার সবার আগে। সড়ক থেকে হকার ও অটোরিকশা সরিয়ে নেওয়া হবে। পাশাপাশি, ইনফরমাল পেশায় যুক্ত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠান শেষে প্রশাসক মোহাম্মদ এজাজ নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ অনান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button