জাতীয় সংবাদ

দ-ের ১৭ বছর পর আদালতে আত্মসমর্পণ, জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে তুহিন

প্রবাহ রিপোর্ট : দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির পৃথক দুই মামলায় দ-প্রাপ্ত সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জামিন মেলেনি। এদিন আদালতে কর ফাঁকির মামলায় তার জামিন নামঞ্জুর করেছেন আদালত। এদিকে অবৈধ সম্পদ অর্জনের মামলাতেও রুদ্ধদ্বার শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন আদালত। গতকাল মঙ্গলবার সকালে তিনি আদালতে আসেন। এসময় তার সাথে বিপুল সংখ্যাক নেতাকর্মীদের দেখা যায়। এর মধ্যে কর ফাঁকির মামলায় ঢাকার বিশেষ জজ-১০ কবির উদ্দিন প্রামাণিকের আদালতে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন। এদিকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালতে-৭ রুদ্ধদ্বার শুনানি হয়। সেখানেও তার জামিন নামঞ্জুর হয়। দুই মামলাতেই জামিন নামঞ্জুরের পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একইসঙ্গে আদালত কারাবিধি অনুযায়ী সাবেক এই এমপির ডিভিশন, চিকিৎসা, ব্যক্তিগত গাড়িতে যাতায়াত ও পরোয়ানা ফেরতের আবেদন মঞ্জুর করেন। জানা যায়, কর ফাঁকির অভিযোগ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ২০০৭ সালে তার বিরুদ্ধে গুলশান থানায় পৃথক দুইটি মামলা দায়ের করে দুদক। এর মধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে পৃথক দুই তিন বছর ও পাঁচ বছর মোট আট বছরের সশ্রম কারাদ- দেন আদালত। দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। এছাড়া অবৈধ সম্পদের মামলায় ২০০৮ সালে তাকে ১০ বছরের সশ্রম কারাদ- দেন আদালত। রায় ঘোষণার দীর্ঘ ১৭ বছর পর তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button