জাতীয় সংবাদ

উত্তরায় প্রকাশ্যে গাডিতে তুলে অপহরণ, গ্রেপ্তার ২

প্রবাহ রিপোর্ট : রাজধানীর উত্তরায় প্রকাশ্যে গাড়িতে অপহরণের ঘটনায় দুই জনকেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। গতকাল বুধবার দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। গ্রেপ্তার ব্যক্তিরা হলো– মো. হাসানুজ্জামান শাওন (৩৬) ও মো. আমির হোসেন (৩২)। উত্তরা-পূর্ব থানা সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল ২ দুপুর ২টা ৫০ মিনিটে উত্তরা পূর্ব থানার বিএনএস সেন্টারের বিপরীতে একটি প্রাইভেটকারে কয়েকজন লোক অজ্ঞাত এক ব্যক্তিকে অপহরণ করে ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে দিয়ে পালিয়ে যায়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে উত্তরা-পূর্ব থানা পুলিশের নজরে আসে। থানার একটি টিম ঘটনাস্থল ও এর আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ। প্রযুক্তির সহায়তায় অপহরণকারী ও অপহরণে ব্যবহৃত প্রাইভেটকারটি শনাক্ত করা হয়। এরপর ২৮ এপ্রিল ভোর সাড়ে ৫টায় রাজধানীর খিলগাঁও এলাকা থেকে হাসানুজ্জামান শাওনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের রুপগঞ্জের পূর্ব চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বরাতে থানা-পুলিশ জানায়, গ্রেপ্তার চার জন মিলে আরিফকে অপহরণ করে রূপগঞ্জে নিয়ে যায় এবং পাওনা টাকা আদায়ের পর তাকে ছেড়ে দেয়। অপহরণকারীদের বিরুদ্ধে উত্তরা-পূর্ব থানায় পুলিশ বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছে। গ্রেপ্তারদের আদালতে পোঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত, অপহরণে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান ও ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত আছে বলেও জানায় পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button