জাতীয় সংবাদ

মামলা তুলে নিতে বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে

প্রবাহ রিপোর্ট : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আনিসুর রহমান আশিকের পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন গ্রেপ্তার আসামি ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ গত বছরের ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হন। এরপর থেকেই অসুস্থতা দেখিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। গতকাল সোমবার দুপুরে সেগুনবাগিচায় ডিআরইউয়ের সাগর-রুনি মিলনায়তনে আশিক হত্যা মামলার পলাতক আসামিসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারেরে দাবিতে সংবাদ সম্মেলন করে পরিবারের সদস্যরা। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন মামলার আইনজীবী শাহরিয়ার হাসান জয়। নিহত আশিকের বড় বোন তাহমিনা আক্তার সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, গত ২ মে একটি নম্বর থেকে ফোন করে দিলীপ কুমার আগরওয়ালার ম্যানেজার বলে নাম-পরিচয় দিয়ে মামলার এজাহারভুক্ত ১৬ নম্বর আসামি দিলীপ কুমার আগরওয়ালার নাম বাদ দিতে বলেন। তিনি বলেন, পরে দিলীপ কুমার আগরওয়ালা তার ম্যানেজারের কাছ থেকে ফোন নিয়ে আমার সঙ্গে কথা বলেন। দিলীপ কুমার আগরওয়ালা জানান, মামলা তুলে নিলে ২০/২৫ লাখ টাকা দেবে। মামলা তুলে না নিলে আমার পরিবারকে গুমসহ প্রাণে মেরে ফেলার হুমকিও দেন। তাহমিনা আরও বলেন, এরপর আমি শেরেবাংলা নগর থানায় গিয়ে নিরাপত্তার জন্য একটি সাধারণ ডায়েরি করি। লিখিত বক্তব্যে মামলার আইনজীবী অ্যাডভোকেট শাহরিয়ার হাসান জয় বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা গত ২২ এপ্রিল এজাহারভুক্ত ১৬ নম্বর আসামি দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেপ্তার দেখায়। পরবর্তীতে ২৩ এপ্রিল ১০ দিনের রিমান্ডের আবেদন করেন এবং সুস্থ আসামি সশরীরে কারাগার থেকে আদালতে হাজির হলে, আদালত তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৪ এপ্রিল কারাগার থেকে তদন্তকারী কর্মকর্তা দিলীপ কুমার আগারওয়ালকে রিমান্ডের জন্য পুলিশ হেফাজতে নিতে চাইলে কারাগার কর্তৃপক্ষ জানায় আসামি সুস্থ। কিন্তু দিলীপ পরিকল্পিতভাবে হাসপাতালে ভর্তি থাকার জন্য আদালতে আবেদন করলে আদালত উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য জেল কোড অনুযায়ী কারাগার কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি বলেন, একজন হত্যা মামলার আসামি কীভাবে গ্রেপ্তারের পর হাসপাতালে বসে আরাম আয়েশ করছে। হাসপাতাল থেকে আবার মামলার বাদীকে মামলা তুলে নিতে হুমকি ধামকিও দিচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button