জাতীয় সংবাদ

পুলিশের সঙ্গে হাজী সেলিমের চিল্লাহল্লা

প্রবাহ রিপোর্ট : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে। এদিন তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতের কাঠগড়ায় আনা হয়। কাঠগড়ায় থাকা অবস্থায় ও হাজতখানার দিকে নেওয়ার পথে পুলিশের সঙ্গে চিল্লাহল্লা করেন তিনি। গতকাল সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত ও আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এদিন সকাল ১০টা ১০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের এজলাসে হাজী সেলিমকে হাজির করা হয়। পরে আদালতের কাঠগড়ায় রাখা হয় তাকে। এ সময় তার হাতে পত্রিকার একটি পৃষ্ঠা দেখা যায়। সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এক পুলিশ সদস্য পত্রিকার পৃষ্ঠাটি হাজী সেলিমের হাত থেকে নিতে গেলে চিৎকার করে ওঠেন তিনি। বাকশক্তি হারিয়ে বোবা হয়ে যাওয়া হাজী সেলিম চিল্লাতে থাকেন পুলিশ সদস্যকে লক্ষ্য করে। পরে তার আইনজীবীর মধ্যস্থতায় শান্ত হন। এরপর গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। পরে শাহবাগ থানার এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র। পরে ১০টা ১৫ মিনিটের দিকে এজলাস থেকে হাজী সেলিমকে নামিয়ে হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয়। এখানেও বাধে বিপত্তি। পুলিশের সঙ্গে ফের চিল্লাপাল্লায় লিপ্ত হন বাকশক্তিহীন হাজী সেলিম। পরে শান্ত হলে ধীরে ধীরে এজলাস থেকে নামিয়ে হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয়। এ সময় তার মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট এবং দুই হাত পেছন দিক থেকে পিছমোড়া করে বাঁধা ছিল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button