জাতীয় সংবাদ

ওআইসি মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির বৈঠক

প্রবাহ রিপোর্ট : ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি এমজেএইচ জাবেদ গত বুধবার জেদ্দায় ওআইসির সচিবালয়ে ওআইসির মহাসচিব হিসেইন ব্রাহিম তাহার সাথে সাক্ষাৎ করেন। স্থায়ী প্রতিনিধি তুরস্কের ইস্তাম্বুলে ২১-২২ জুন অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) ৫১তম অধিবেশন সফলভাবে সম্পন্ন করার জন্য ওআইসি মহাসচিবকে অভিনন্দন জানান। স্থায়ী প্রতিনিধির অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রদূত গত বুধবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সিএফএম-এ রোহিঙ্গা ইস্যুকে গুরুত্ব সহকারে তুলে ধরা এবং ফলাফলের নথিতে এই বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রদূত প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত মিয়ানমারের উপর একটি বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক চাপ তৈরিতে মহাসচিবের সহায়তা কামনা করেন। সেক্রেটারি-জেনিয়াল রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসি সদস্য দেশগুলোর সক্রিয় সমর্থনের প্রয়োজনীয়তা স্বীকার করেন এবং আশ্বস্ত করেন যে শান্তিপূর্ণ প্রত্যাবাসন অর্জন না হওয়া পর্যন্ত ওআইসি জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে। স্থায়ী প্রতিনিধি ওআইসির দশ বছরের কর্মসূচিতে (টিওয়াইপিওএ) রোহিঙ্গা ইস্যু অন্তর্ভুক্তির তাৎপর্যের উপর জোর দেন। তিনি রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান আইনি প্রক্রিয়ার জন্য গাম্বিয়াকে নিরবচ্ছিন্ন আর্থিক সহায়তা নিশ্চিত করার জন্য মহাসচিবের প্রতি অনুরোধ জানান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button