জাতীয় সংবাদ

এ কে আজাদের বাড়িতে হামলা: ১৬ বিএনপি নেতার নামে মামলা

প্রবাহ রিপোর্ট : ফরিদপুর সদর আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) শিল্পপতি এ কে আজাদের ফরিদপুর শহরের বাড়িতে হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ফরিদপুর মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজসহ ১৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় হামীম গ্রুপের ল্যান্ড কর্মকর্তা মোহাম্মদ রাফিজুল খান বাদী হয়ে ফরিদপুর কোতয়ালি থানায় এ এজাহারটি জমা দেন। গতকাল শনিবার সকালে মামলাটি রুজু হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, আসামিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এজাহারে বলা হয়, ঘটনার সময়ে একদল উগ্র সন্ত্রাসী হঠাৎ বাড়ির সিকিউরিটি গার্ড মেহেদী হাসানকে হুমকি দিয়ে এ কে আজাদের বাসায় প্রবেশ করে ত্রাস সৃষ্টি করে। তারা বাড়ির ভেতর ঢুকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে এবং অশ্রাব্য ভাষায় গালাগালি করে। এজাহারে ফরিদপুর মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজকে এক নম্বর আসামি করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন– জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহরিয়ার হোসেন শিথিল (৩৮), কোতয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী মিনান (৫৬), মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান (৫৫), মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাহিদুল ইসলাম (৪৪), মহানগর ছাত্রদল সহ-সভাপতি ক্যাপ্টেন সোহাগ (৪০)।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button