হাতিরঝিলে ‘এগিয়ে বাংলাদেশ’ ম্যারাথনে দৌড়ালেন দেশি-বিদেশি ৮০০ প্রতিযোগী

প্রবাহ রিপোর্ট : রাজধানীর হাতিরঝিলে শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল ‘এগিয়ে বাংলাদেশ’ শিরোনামের এক ব্যতিক্রমধর্মী দৌড় প্রতিযোগিতা। ‘বাই ডিজিটাল’-এর আয়োজনে ও ‘রান বাংলাদেশ’-এর সহযোগিতায় আয়োজিত এই দৌড়ে অংশ নিয়েছেন দেশি-বিদেশি প্রায় ৮০০ প্রতিযোগী। পুলিশ প্লাজার সামনে অ্যাম্ফিথিয়েটার থেকে শুরু হওয়া এই দৌড়ে ছিল দুটি সেগমেন্ট। ৭.৫ কিলোমিটার ও ১৫ কিলোমিটার। নারী-পুরুষ সব বয়সের দৌড়প্রেমীর অংশগ্রহণে মুখর হয়ে ওঠে হাতিরঝিল এলাকা। আয়োজকরা জানিয়েছেন, এই দৌড় আয়োজনের মূল উদ্দেশ্য ছিল নগরবাসীকে স্বাস্থ্যসচেতন করে তোলা এবং তরুণদের হাঁটা ও দৌড়ানোর প্রতি অনুপ্রাণিত করা। প্রথমবারের মতো এই দৌড় প্রতিযোগিতা হাতিরঝিলে অহঃর-পষড়পশরিংব বা বিপরীতমুখী রুটে অনুষ্ঠিত হয়। আর এটিই ছিল দেশের ইতিহাসে প্রথম ইভেন্ট যেখানে জইঅঘ ঞরসরহম ঝড়ষঁঃরড়হং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে দৌড় শেষ করার সঙ্গে সঙ্গেই প্রতিযোগীরা নিজের ফলাফল জানতে পারেন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী প্রত্যেককেই দেওয়া হয় পদক। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার।