জাতীয় সংবাদ

কোনও কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন: আলী রীয়াজ

প্রবাহ রিপোর্টঃ জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, কোনও কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না। রাজনৈতিক দলগুলোর বক্তব্য ও আকাঙ্ক্ষাকে ধারণ করে কিছু বিষয়ে সংশোধনী প্রস্তাব আনা হচ্ছে।সোমবার (৭ জুলাই) বেলা সোয়া ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের দশম দিনের আলোচনার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।ড. আলী রীয়াজ জানান, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) নিয়ে অধিকাংশ দলের আপত্তি থাকায় সংশোধনী এনে ভিন্ন প্রস্তাব দিয়েছে কমিশন। যাতে ভুল বুঝাবুঝি না হয়, সেদিকে কমিশন নজর রাখছে। সবার মতামতের সঙ্গে সামঞ্জস্য রেখেই অগ্রসর হচ্ছে কমিশন। অনেক কিছু বাদ দিতে হচ্ছে।তিনি বলেন, আমাদের সময়ের স্বল্পতার বিষয়টি লক্ষ্য রাখতে হবে। দ্রুত কাজ সম্পন্ন করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজকের বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ পার্টিসহ (এবি পার্টি) ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। ঐকমত্য কমিশনের সদস্যদের মধ্যে রয়েছেন, সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া, বিচারপতি মো. এমদাদুল হক এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button