জাতীয় সংবাদ

প্রথমবারের মতো আইএমও সম্মাননা পেলো বাংলাদেশ কোস্ট গার্ড

প্রবাহ রিপোর্ট : সামুদ্রিক অভিযানে গৌরবময় অবদানের জন্য প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর সদস্যরা আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) থেকে প্রশংসাপত্র পেয়েছেন। গতকাল শনিবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, ২০২৪ সালের ৫ অক্টোবর রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন ‘এমটি বাংলার সৌরভ’ নামের একটি তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে। তৎক্ষণাৎ বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ ও এর ক্রুরা পেশাদারিত্বের সঙ্গে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার সময় ট্যাংকারটিতে বিস্ফোরণের পর ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে, যা সমুদ্রের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ হুমকি তৈরি করে। পরিস্থিতির ভয়াবহতায় ঝুঁকি থাকা সত্ত্বেও কোস্ট গার্ড সদস্যরা ৪৮ জন ক্রুকে সফলভাবে উদ্ধার করেন। বাহিনীটি শুধু অগ্নি নির্বাপণেই নয়, তেল ছড়িয়ে পড়া রোধে ব্যারিয়ার স্থাপন ও বর্জ্য সংগ্রহের মাধ্যমেও সমুদ্র দূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অভিযানটি পরিচালিত হয়েছিল তীব্র ঝড়ো আবহাওয়া ও প্রতিকূল স্রোতের মধ্যে। এই সাহসিকতা ও দৃষ্টান্তমূলক দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ আইএমও কর্তৃপক্ষ ‘বিসিজিটি প্রমত্ত’ ও এর নৌসদস্যদের প্রশংসাপত্র দিয়েছে। আইএমও এই অভিযানে প্রদর্শিত পেশাদারিত্ব, দক্ষতা এবং আন্তর্জাতিক নৌ নিরাপত্তা রীতিনীতির প্রতি শ্রদ্ধাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে মূল্যায়ন করেছে। এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের ইতিহাসে এটি প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি। এটি শুধু বাহিনীর নয়, বরং গোটা দেশের জন্য গর্বের বিষয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button