জাতীয় সংবাদ

চাঁদা না দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম

প্রবাহ রিপোর্ট ঃ রাজবাড়ীতে চাঁদার টাকা না দেওয়ায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুকে (৩৮) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার বেলা ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের মধ্যে এ হামলার ঘটনা ঘটে। আহত প্যানেল চেয়ারম্যান বাবু বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং আহলাদিপুর গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে। রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন হাবিবুর রহমান বাবু জানান, মোটরসাইকেল কিনবে বলে স্থানীয় আল আমিন শেখসহ কয়েকজন সন্ত্রাসী তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। টাকা দিতে অস্বীকার করায় সকালে ইউনিয়ন পরিষদের ভেতরে প্রবেশ করে আল আমিন শেখ, আকিব, শাহরিয়ারসহ ৫ থেকে ৭ জন সন্ত্রাসী চাপাতি, চাইনিজ কুড়ালসহ দেশী অস্ত্র দিয়ে হামলা করে। এ সময় তার মাজায়, পিঠে, পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। মাথায় কোপ দিলেও হেলমেটের কারণে রক্ষা পাই। এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রক্রিয়া চলছে। রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button