জাতীয় সংবাদ

সাংবাদিক শহীদ তুরাবসহ জুলাইয়ের সকল টার্গেট কিলিংয়ের বিচার দ্রুত হবে : কমিশনার

প্রবাহ রিপোর্ট : সিলেটের বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী বলেছেন, ‘শহীদ সাংবাদিক তুরাব একজন সাহসী, মেধাবী ও পেশাদার সাংবাদিক ছিলেন। তিনি টার্গেট কিলিংয়ের শিকার। শুধু তুরাব নয় জুলাই আন্দোলনে যারাই টার্গেট কিলিংয়ের শিকার হয়েছেন সবার বিচারিক প্রক্রিয়ার দ্রুত করা হবে।’ গতকাল রোববার দুপুরে সিলেটের বিয়ানীবাজার পৌর মিলনায়তনে বিয়ানীবাজার নাগরিক কমিটি আয়োজিত দৈনিক জালালাবাদ ও নয়া দিগন্তের রিপোর্টার শহীদ আবু তাহের মো: তুরাবের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস-উন-নূর, ইবনে সিনা হাসপাতাল সিলেটের চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। মাওলানা সাব্বির আহমদ খানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন শহীদ সাংবাদিক তুরাবের বড় ভাই আবুল আহছান মো: আযরফ জাবুর। সভায় স্মৃতি চারণ করে আরো বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান ও সিলেট প্রেস ক্লাবের সহ-সভাপতি আবদুল কাদের তাপাদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, দৈনিক প্রভাত বেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল কবির পাভেল, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সেক্রেটারি তোফায়েল আহমদ, শিক্ষাবিদ মাওলানা জমির হোসেন, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা মুন্না। এ সময় চ্যানেল এস’র সিলেট অফিসের প্রধান মইন উদ্দিন মনজু, দৈনিক জালালাবাদের সিনিয়র রিপোর্টার মুনশী ইকবাল, চিফ ফটো সাংবাদিক হুমায়ুন কবির লিটন, সিনিয়র ক্যামেরা পার্সন লিটন চৌধুরী, একাত্তর টিভির ক্যামেরা পার্সন মারজান, মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আল মামুন, সাবেক চেয়ারম্যান আবুল খায়েরসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন। এর আগে বিভাগীয় কমিশনার বিয়ানীবাজার পৌর শহরে শহীদ তুবার চত্বর উদ্বোধন করেন। পরে শহীদ তুরাবের কবর জিয়ারত করে বাড়িতে গিয়ে শহীদের মায়ের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তিনি তুরাবের মায়ের হাতে ২৫ হাজার টাকার প্রাইজবন্ড তুলে দেন। এ সময় ‘সিলেট শহরে হত্যাকা-ের ঘটনাস্থলে সরকারি উদ্যোগে একটা মেমোরিয়াল সড়ক ও বিয়ানীবাজারে শহীদ তুরাবের কবরস্থানে দেয়াল নির্মাণ করার কথা জানান বিভাগীয় কমিশনার।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button