জাতীয় সংবাদ

ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আরও দুই আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার মোট ৭ জন

প্রবাহ রিপোর্ট : রাজধানীর পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) হত্যার ঘটনায় আরও দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, রাজিব ও সজিব। দুজনই এ মামলার এজাহারনামীয় আসামি। ঢাকা ও ঢাকার পাশর্^বর্তী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে সোহাগ হত্যার ঘটনায় মোট ৭ জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল লোক লাল চাঁদ ওরফে সোহাগকে কুপিয়ে ও পরে এলোপাতাড়ি পাথর নিক্ষেপ করে নৃশংসভাবে হত্যা করে। মৃতদেহের ওপর নৃত্য করতে করতে দুর্বৃত্তদের স্লোগান দিতেও দেখা যায়। ঘটনার সংবাদ পাওয়ার পর কোতয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরদিন ১০ জুলাই এ ঘটনায় নিহত ব্যক্তির বড় বোন বাদী হয়ে কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে পুলিশ নিহত ব্যক্তির মরদেহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। গত ১১ জুলাই পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিনকে (২২) গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তার তারেক রহমান রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে র‌্যাব আলমগীর (২৮) ও মনির ওরফে ছোট মনির (২৫) নামের আরও দুজনকে গ্রেপ্তার করে। গত শনিবার রাতে মো. টিটন গাজী (৩২) নামে আরও এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে কোতয়ালী থানা পুলিশ। এ নিয়ে মোট সাতজনকে এ মামলায় গ্রেপ্তার করা হলো।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button