এনসিপির সমাবেশে হামলা: অপরাধীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

প্রবাহ রিপোর্ট: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওপর হামলাকারীদের গ্রেপ্তার করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই আলটিমেটাম দেয় সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান হাদি। এসময় তিনি হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে না পারে তাহলে শুক্রবার হাজার হাজার মানুষ নিয়ে গোপালগঞ্জের অভিমুখে লং মার্চ করা হবে। তিনি বলেন, এই দেশে বিএনপি, জামায়াত, এনসিপি আছে। প্রত্যেকের সঙ্গে আমাদের ঝগড়াও আছে। তবে জুলাইয়ের প্রশ্নে, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের কোনো ঝগড়া নেই। এসময় তিনি শাহবাগ থানা অবরোধ করার ঘোষণা দিয়ে বলেন, শাহবাগ থানার সামনে আমরা এখন অবরোধ করতে যাবো। কথা ক্লিয়ার, আমার ভাইদের তোমরা মুক্ত করতে পারোনি। তোমাদেরও এখানে মুক্ত করতে হলে আমাদের ভাইদের নিরাপদে ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, আমরা এখন শাহবাগ থানায় যাবো। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করবো। ইনকিলাব মঞ্চের সদস্য আসাদুজ্জামান আসাদ বলেন, এই ষড়যন্ত্রের অন্যতম উদ্দেশ্য জুলাই সনদ বাতিল করা। যতদিন দিল্লির হনুমানগুলো এ দেশে থাকবে, গোপালগঞ্জে থাকবে ততদিন এ দেশে জুলাই সনদ আদায় হবে না। সুতরাং জুলাই সনদ পেতে হলে তাদের সবাইকে রাবণে পাঠাতে হবে। টিএসসি থেকে সমাবেশ শেষ করে তারা মুজিববাদ নিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, লাল জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’সহ নানা স্লোগান দিতে দিতে শাহবাগ থানার সামনে গিয়ে অবস্থান নেন।