জাতীয় সংবাদ

খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলা, গ্রেপ্তার ৪

প্রবাহ রিপোর্ট : খাগড়াছড়িতে এক কিশোরীকে (১৪) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। এই মামলায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত জুনের শেষ দিকে ঘটনাটি ঘটলেও গত বুধবার রাতে জানাজানি হয়। গতকাল বৃহস্পতিবার ভোরে জেলা সদরের ভাইবোনছড়া এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন আরমান হোসেন (৩০), সাকিব আলম (২০), সাদ্দাম হোসেন (৩২) ও এনায়েত হোসেন (২৫)। সবাই ভাইবোনছড়া এলাকার বাসিন্দা। মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৭ জুন রথযাত্রা পূজা উৎসব পালন করতে ওই কিশোরী ভাইবোনছড়ায় জগন্নাথ মন্দিরে যায়। পূজা অনুষ্ঠান শেষে ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির পাশে তার এক কাকার বাসায় ওঠে। রাতে আসামিরা সেখানে গিয়ে তাদের জিম্মি করে ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে তাকে আরেক রুমে নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। অষ্টম শ্রেণীর এই ছাত্রী ঘটনার ভয়াবহতায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ভেঙে পড়ে। এক পর্যায়ে গত ১২ জুলাই বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেলেও বিষক্রিয়ায় আবারও বুকে ব্যথা দেখা দিলে তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার সেই রাতের ঘটনা প্রকাশ করে কিশোরী। খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, থানায় সংঘবদ্ধ ধর্ষণের একটি মামলা রুজু হওয়ার পর অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। এদিকে ধর্ষণের ঘটনাটিকে কেন্দ্র করে আসামিদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে সচেতন ছাত্র সমাজ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button